১৭ জুন ২০২৪
`

বাংলাদেশী কর্মীদের ভিসা দেয়া বন্ধ রেখেছে মালদ্বীপ

- ছবি : ইউএনবি

মালদ্বীপ সরকার বাংলাদেশী কর্মীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। তবে কোটা বাড়ানো ও ভিসা চালু করতে হাইকমিশন চেষ্টা করছে। অনুমোদিত নিয়োগকর্তার বাইরে দেশটিতে কাজ করার সুযোগ নেই। এ আইন ভঙ্গ করার কারণে বেশ কিছু অদক্ষ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশ থেকে এক লাখ কর্মী কাজ করতে পারেন। সে অনুযায়ী মালদ্বীপ সরকার বাংলাদেশীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেয়া বন্ধ রেখেছে। তবে হাইকমিশন এই কোটা বাড়াতে ও আবার ভিসা চালু করতে চেষ্টা অব্যাহত রেখেছে।

হাইকমিশন জানিয়েছে, ফ্রি ভিসা বলতে কিছু নেই। যে কর্মী যে কোম্পানির ভিসা পেয়েছেন তাকে সেখানে কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং যেকোনো সময় গ্রেফতার করে দেশে পাঠানো হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ইতোমধ্যে বাংলাদেশের বেশ কিছু অদক্ষ শ্রমিককে এ কারণে গ্রেফতার করে দেশে পাঠানো হয়েছে। এজন্য, যারা দেশটিতে কাজ করছেন এবং ভবিষ্যতে কাজের জন্য সেখানে যাবেন তাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement