ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন প্রাইজ
- আহমদ মতিউর রহমান
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
ছয়টি ‘বোল্ড অ্যান্ড প্লেফুল’ উপন্যাস এ বছরের ওয়াটারস্টোনস ডেব্যু ফিকশন প্রাইজের জন্য শর্টলিস্টভুক্ত হয়েছে। চালুর তৃতীয় বছরে এসে পুরস্কারটি যুক্তরাজ্যে প্রকাশিত সব নতুন বা ডেব্যু ফিকশনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। পুরস্কারের অর্থমূল্য ৫০০০ পাউন্ড। যুক্তরাজ্যের বই বিক্রেতা সংস্থা ওয়াটারস্টোন এ পুরস্কার চালু করেছে। শর্টলিস্টভুক্ত বইয়ের মধ্যে রয়েছে কবি কাভেহ আকবরের মার্টিয়ার, অভিনেতা হানাকো ফুটম্যানের মংরেল, ফেরদিয়া লেননের গ্লোরিয়াস এক্সপ্লয়েটস, জোসি ফার্গুসনের দ্য সাইলেন্স ইন বিটুইন, কালিয়েন ব্রাডলের মিনিস্ট্রি অব টাইম এবং রেবেকা কে রেইলির গ্রেটা অ্যান্ড ভালডিন। ওয়াটারস্টোনসের পুস্তক বিভাগের প্রধান বিয়া কারভালহো বলেছেন, সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখকরা তাদের নিশ্চিত, আত্মবিশ্বাসী গল্প বলার এবং অনন্য দৃষ্টিভঙ্গির জন্য লিস্টে স্থান করে নিয়েছেন। এসব তারা তাদের বিষয়গুলো বইগুলোতে নিয়ে এসেছেন। আছে সংবেদনশীলতা এবং ভারী থিম। তিনি বলেন, এই ছয়টি বইয়ে শিল্পের মুক্তির শক্তি, মানব চেতনার স্থিতিস্থাপকতা এবং বিশুদ্ধ আনন্দ সবই আছে। মার্টিয়ার ও মিনিস্ট্রি অব টাইম উভয় বইই ইতোমধ্যেই নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার হয়েছে। ব্রিটিশ-কম্বোডিয়ান লেখক ব্র্যাডলির উপন্যাস একজন অসন্তুষ্ট সরকারি কর্মচারীকে নিয়ে লেখা। রিভিউয়ার এলা রিসব্রিজার এটাকে ‘খুবই স্মার্ট’ হিসেবে বর্ণনা করেছেন। ইরানি-আমেরিকান লেখক আকবরের দু’টি কবিতার সঙ্কলন প্রকাশ হয়েছে এর আগে। এই বইতে তিনি সাইরাসের গল্প বলেছেন, যে ইন্ডিয়ানাতে একজন ইরানি অভিবাসী কারখানার শ্রমিকের ছেলে। ১৯৮৮ সালের একটি বিমান দুর্ঘটনায় তার মাকে হারানোর পর তার ট্রমা, মানসিক স্বাস্থ্য এবং আসক্তির কথা আছে এতে। ওয়াটারস্টোনসের বই বিক্রেতা ভিক্টোরিয়ার মতে, উপন্যাসটি গদ্যে লেখা হয়েছে কিন্তু প্রথম লাইন থেকেই কবিতাক্রান্ত। মাওরি ঔপন্যাসিক রেইলির গ্রেটা এবং ভালদিন নিউজিল্যান্ডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ওকহাম বুক প্রাইজের জন্য ২০২২ সালে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল। উপন্যাসটি দুটি মাওরি-রাশিয়ান-কাতালোনিয়ান ভাইবোনের কাহিনি। যারা তাদের পরিচয় অন্বেষণ করে। ফুটম্যান, যার অভিনয়ের কৃতিত্বে দ্য ক্রাউন এবং অফিসিয়াল সিক্রেটস অন্তর্ভুক্ত রয়েছে, তার প্রথম উপন্যাস মংরেলের জন্য জাপান এবং যুক্তরাজ্যের তিনজন তরুণীর কণ্ঠস্বর একত্রিত করেছেন, যেটিকে ওয়াটারস্টোনস সালিসবারির এমিলি ‘একদম শ্বাসরুদ্ধকর হৃদয় যন্ত্রণাদায়কভাবে উজ্জ্বল’ বলে মনে করেছেন। দু’টি ঐতিহাসিক উপন্যাস সংক্ষিপ্ত তালিকা সম্পূর্ণ করেছে : সিঙ্গাপুরভিত্তিক সুইডিশ লেখক ফার্গুসনের দ্য সাইলেন্স ইন বিটুইন বার্লিন প্রাচীর দ্বারা বিচ্ছিন্ন একটি পরিবার সম্পর্কে লেখা। আইরিশ-লিবিয়ান লেখক লেননের গ্লোরিয়াস এক্সপ্লোইটসের কাহিনি সিসিলিতে ৪১২ খ্রিষ্টপূর্বাব্দের ঘটনা নিয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা