১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
মোশাররফ হোসেন খান

বৈপরীত্য

-

বাতাসকে দূষিত করে বলছ... দূষিত বাতাস
পৃথিবীর সকল আলো বন্ধ করে বলছ... অন্ধকার পৃথিবী
মানবতা ধূলিসাৎ করে বলছ... মানবতা উধাও
সত্যকে হত্যা করে বলছ... সত্য নির্বাসিত
সকল বিপর্যয় ডেকে এনে বলছো... বিপর্যস্ত পৃথিবী।

এত খুন, এত রক্ত, এত যুদ্ধ, এত মহামারী...
সব কিছুর কুশিলব... একমাত্র মানুষ।

অশুদ্ধ জীবন নিয়ে বিশুদ্ধ পৃথিবী কেমন করে চাও!

হাজার বছরের উত্থান-পতন...
না, এখন আর কোনো উত্থান নেই
কেবল পতনের নির্মম শব্দ আছে।

পাখিরা কখনো বিভেদ কিংবা বিপর্যয় সৃষ্টি করে না,
যেটা খুব সহজেই করে একমাত্র মানুষ।

হে মানুষ!
শান্তির ঘরে আগুন লাগিয়ে শান্তির খোঁজে ছুটে বেড়াচ্ছ বিশ্বময়!
নিজের মাথা হ্যাঙ্গারে ঝুলিয়ে
মাথা মাথা বলে চিৎকার করে আকাশ ফাটিয়ে দিচ্ছ!

ইঞ্জিনবিহীন জাহাজে উঠে মস্তকহীন মানুষ দুই পা নাচাও?
চেয়ে দেখো, ধেয়ে আসছে গ্রাসোন্মুখ মহাকাল,
পারলে নিজেকে বাঁচাও...!


আরো সংবাদ



premium cement

সকল