১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আব্দুল হালিম

দোতার

-

এক-তারের মাঝে অন্য এক তার এসে
হলো দোতারের সমাহার!
রিনিকি ঝিনিকি মধুর নিনাদ
উঠে সুরের বাহার!
এই মাটির ধরায় সুর হবে না আর।
একটি তারের মাঝে!
দোঁহার মিলনে সুরের লহরী আনে
সুরতো সেখানে বাজে
বেসুরো জীবনে সুরের লহরী আনে
বুলালে দোতারে কর!
সুরের মূর্ছায় হৃদয় হারিয়ে যায়!
জাগে সারে-গামা স্বর
তার পর জোরে টঙ্কা দিলে তারে
ছিঁড়ে একটি তার!
শূন্য আরেকটি তার কাঁদে বারবার!
তাকে ফিরে পাবার!
তারহীনা তার কোনো দাম তার!
সুর ওঠে নাম তাতে
শুধু বিরহ ব্যথায় মরণে কাঁদায়
রয় সে দূরে সরে
মানবের মাঝে অমনিত সাঝে
এক ছাড়া আরেক জন
শূন্য এ হৃদয় পড়ে শুধু রয়
বিরহ ব্যথায় কাঁদে মন!


আরো সংবাদ



premium cement