১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


সে এক মধুর অভিজ্ঞতায়

-

যখন নিশুতি রাতে মনে পড়ে কতো কথা
ঝরে যায় কতো কান্না, কতো ব্যথা
কতো ভাবে মন ছুঁয়ে যায়।
রাতের গভীরে নীরবে আঁধারে কারণে অকারণে
মনে দোলা লাগে, মন নেচে ওঠে
কখনো হর্ষে কখনো বিষাদে।
কতো কথা শুনি কান পেতে কখনো
নদীর এ পাড়ে কখনো ওপাড়ে
চৈত্র বৈশাখের দ্বিপ্রহরের ভরদুপুরে
মরা পাতা যখন ঝরে পড়ে গানের সুরে সুরে।
মন নেচে উঠে তাই, মন ছুঁয়ে যায়
মন ভরে যায় কানায় কানায়
সে এক মধুর অভিজ্ঞতায়।


আরো সংবাদ



premium cement