১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জীবন হোক নামাজময়

-

আমাদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্তে ১৭ রাকাত নামাজ পড়া ফরজ। তিন রাকাত ওয়াজিব এবং ১২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ। এই বত্রিশ রাকাত নামাজ আমরা প্রতিদিনই পড়ি। এগুলো আমাদের জন্য নির্ধারিত। এছাড়া কিছু নামাজ আমরা পড়ি, যেগুলোকে নফল বলি। এই নফল নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য হাসিল করা যায়। ফরজের ঘাটতি পূরণ হয়। রাসূল সা: বলেছেন, ‘কিয়ামতের দিন মানুষের আমলের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে। আল্লাহ তায়ালার জানা থাকা সত্ত্বেও ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, দেখো সে পূর্ণ নামাজ আদায় করেছে, না তাতে ত্রুটি আছে? পূর্ণ হলে পূর্ণ লেখা হবে। আর ত্রুটি থাকলে আল্লাহ তায়ালা ফেরেশতাদের বলবেন, দেখো, আমার বান্দার কোনো নফল আছে কিনা? থাকলে তিনি সেটা দিয়ে ফরজের ঘাটতি পূর্ণ করতে বলবেন। এভাবে ফরজের ঘাটতি নফল দ্বারা পূর্ণ করা হবে।’ (সুনানে আবু দাউদ : ৮৬৪) হাদিস থেকে আমরা জানতে পারলাম, আমাদের ফরজ নামাজের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে নফল নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালা সেটা পূর্ণ করে দেবেন।
নফল সাধারণভাবে দুই প্রকার। প্রথমত যেগুলো কোনো সময় বা অবস্থার সাথে সম্পৃক্ত। শুধু তখনই ওই নফলগুলো পড়া যায়। অন্য সময় পড়া যায় না। যেমন তাহাজ্জুদ, ইশরাক ইত্যাদি। দ্বিতীয়ত যেগুলো কোনো সময় বা আমলের সাথে সম্পৃক্ত না। যেকোনো সময় চাইলেই পড়া যায়। আমরা এখানে শুধু প্রথম প্রকার নফল নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রকারের নফল নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। যেহেতু সেগুলো যখন ইচ্ছা তখনই পড়া যায়।
তাহাজ্জুদ নামাজ
আল্লাহ তায়ালার যে বান্দা নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাকে খুব পছন্দ করেন। তিনি তার প্রিয় বান্দাদের গুণাগুণ বর্ণনা করেছেন কুরআন মাজিদে। ‘রাতের সামান্য অংশই তারা ঘুমিয়ে অতিবাহিত করত। রাতের শেষ প্রহরে তারা ইস্তেগফারে মগ্ন থাকত।’ (সূরা যারিয়াত : ১৭, ১৮)
নবীজী সা: কখনো তাহাজ্জুদ ছাড়তেন না। ফরজ নামাজের পরে তিনি সবচেয়ে বেশি তাহাজ্জুদের গুরুত্ব দিতেন। তিনি বলেছেন, ‘ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো গভীর রাতের নামাজ।’ (মুসলিম : ১১৬৩) বাসায় অবস্থান করলে তিনি তো তাহাজ্জুদ পড়তেনই, এমনকি সফরে গেলে, জিহাদে গেলেও তিনি তাহাজ্জুদ ছাড়তেন না। (মুসলিম : ১৮০৮)
ইশরাক নামাজ
ফজরের ওয়াক্ত শেষ হলে নামাজের নিষিদ্ধ ওয়াক্ত শুরু হয়ে যায়। সেটা থাকে ২০ মিনিটের মতো। এরপর ইশরাকের ওয়াক্ত শুরু হয়। নবীজী সা: বলেছেন, ‘যে ইশরাকের নামাজ পড়ে, তার সারাদিনের সব প্রয়োজনের জন্য আল্লাহ তায়ালা যথেষ্ট হয়ে যান।’ (আত তারগিব ওয়াত তারহিব : ১০০৯) তিনি আরো বলেছেন, ‘যে ফজরের নামাজ জামাতে পড়ে, এরপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে, এরপর দুই রাকাত নামাজ পড়ে; তার জন্য একটি হজ ও একটি ওমরার সওয়াব রয়েছে। নবীজী তিনবার বলেছেন, পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ।’ (সুনানে তিরমিজি : ৫৮৫)
আওয়াবিন নামাজ
মাগরিবের ফরজ ও সুন্নাত শেষ হওয়ার পরে হাদিসে এক ধরনের নামাজের কথা বর্ণিত আছে। হাদিসে সে নামাজের নাম এসেছে আওয়াবিন। ছয় রাকাত থেকে বিশ রাকাত পর্যন্ত পড়া যায় এ নামাজ। রাসূল সা: বলেছেন, ‘যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ পড়ে, যার মধ্যে কোনো মন্দ কথা বলে না, তাহলে সে ১২ বছর ইবাদতের সমপরিমাণ সওয়াব পাবে। (তিরমিজি : ৪৩৫) হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রা: থেকে বর্ণিত আরেক হাদিসে এসেছে, ‘নিশ্চয় ফেরেশতাগণ ওই লোকদের ঘিরে রাখেন, যারা মাগরিব ও এশার মাঝখানে নামাজ পড়ে। আর এটা হলো সালাতুল আওয়াবিন।’ (শরহুস সুন্নাহ লিলবাগাবি : ৮৯৭)
তাওবার নামাজ
কারো থেকে কোনো গুনাহের কাজ হয়ে গেলে রাসূলে কারিম সা: তাকে তাওবার নামাজ পড়তে উৎসাহিত করতেন। স্বাভাবিক নিয়মে দুই রাকাত নামাজ পড়বে, এরপর আল্লাহ তায়ালার নিকট তাওবা ইস্তেগফার করবে। রাসূল সা: বলেছেন, ‘গোনাহ হয়ে যাওয়ার পরে কোনো মুসলমান যদি অজু করে দুই রাকাত নামাজ পড়ে, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তায়ালা অবশ্যই তাকে মাফ করে দেবেন।’ (সুনানে তিরমিজি : ৪০৬)
প্রয়োজনের নামাজ
হাদিসে এই নামাজের নাম এসেছে সালাতুল হাজাত। হাজাত শব্দের অর্থ প্রয়োজন। অর্থাৎ বিশেষ প্রয়োজনের সময় এই নামাজ পড়তে হয়। এটা শুধু আমাদের নবীর সুন্নাত নয়, সব নবী প্রয়োজনের সময় এই নামাজ পড়তেন। কোনো সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূল সা: বলেছেন- ‘নবীরা বিচলিত হলে নামাজের আশ্রয় গ্রহণ করতেন।’ (মুসনাদে আহমাদ : ১৮৯৩৭) তিনিও এমন কোনো সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। হাদিসে এসেছে, ‘কোনো বিষয় নবীজীকে বিচলিত করলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন।’ (সুনানে আবু দাউদ : ১৩১৯)
নবীরা পড়তেন, তিনি পড়েছেন; সাথে সাথে উম্মতকে উৎসাহিত করেছেন এই নামাজ পড়ার জন্য। তিনি বলেন, ‘কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে সে যেন ভালোভাবে অজু করে এবং পূর্ণ মনোযোগের সাথে অন্যান্য নামাজের মতো দুই রাকাত নামাজ আদায় করে।’ (সুনানে ইবনে মাজাহ : ১৩৮৫)
ইস্তিখারার নামাজ
কেউ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিবে, তখন সে দুই রাকাত নামাজ পড়বে। এটা হাদিসের শিক্ষা। নবীজী সাহাবাগণকে কুরআনের মতো করে এই নামাজ শিক্ষা দিতেন। হজরত জাবের রা: থেকে বর্ণিত তিনি বলেন, ‘রাসূল সা: আমাদের এমনভাবে ইস্তিখারার নামাজ শেখাতেন, যেভাবে কুরআন শিখাতেন। তিনি বলেন, তোমাদের কেউ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছে করে, সে যেন দুই রাকাত নামাজ পড়ে।’ (বুখারি : ৬৩৮২)
আমরা সর্বমোট ছয় প্রকার নফল নামাজের আলোচনা করেছি। এছাড়া আরো অনেক নফল নামাজ রয়েছে। সেগুলোও বিশেষ সময় বা অবস্থার সাথে সম্পৃক্ত।
আমরা অনেক কারণে সময় থাকার পরেও নফল নামাজ পড়ি না। তার একটা হলো, আমরা মনে করি, একদিন তাহাজ্জুদ পড়লে মনে হয় সারা বছর পড়তে হবে। বিষয়টা এমন নয়। আপনি একদিন সময় পেলে একদিনই পড়ুন। যেদিন যেমন সময় আপনার হাতে আছে, সেদিন তেমন নফল পড়ুন। তবে সারা বছর, সারা জীবন পড়লে তার সাওয়াব তো আছেই।
লেখক : শিক্ষক, মাদ্রাসাতুল হেরা, মিরপুর-২, ঢাকা।


আরো সংবাদ



premium cement
দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, ফিরে আসার সুযোগ নেই : সোহেল আমাদের সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তি চব্বিশের নতুন বাংলাদেশে বিজয় দিবস বাংলাদেশের ধর্মীয় শিক্ষার গুরুত্ব চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক বীর মুক্তিযোদ্ধারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে : অ্যাডভোকেট জুবায়ের ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ

সকল