১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাদিসের কথা

-

ফিতনা থেকে পলায়ন দ্বীনের অংশ
আবদুল্লাহ ইবনে মাসলামা রহ. ... আবু সাঈদ খুদরি রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূল সা: বলেছেন, ‘সেদিন দূরে নয়, যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা থেকে বাঁচতে সে তার দ্বীন নিয়ে পালিয়ে যাবে।
আবু আবদুল্লাহ রহ: বলেন, আবু মুআবিয়া রহ: বলেছেন, আমার কাছে দাউদ ইবনে আবু হিন্দ রহ: আমির রহ: সূত্রে বর্ণনা করেছেন- তিনি বলেছেন যে, আমি আবদুল্লাহ ইবনে আমর রা:-কে রাসূলুল্লাহ সা: থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি এবং আবদুল আলা রহ: দাউদ রহ: থেকে, দাউদ রহ: আমির রহ: থেকে, আমির রহ: আবদুল্লাহ রা: থেকে, তিনি রাসূলুল্লাহ সা: থেকে হাদিস বর্ণনা করেছেন।
-(সহিহ বুখারি : ইসলামিক ফাউন্ডেশন নাম্বার-১৮, আন্তর্জাতিক নাম্বার-১৯)


আরো সংবাদ



premium cement