১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : আমার প্রশ্ন হলো- ইসলাম/শরিয়ত কি এই পৃথিবীতে চৌদ্দ শ’ বছর আগে এসেছে নাকি ইসলাম আমাদের পূর্বপুরুষ হজরত আদম আ:-এর সময় থেকে এসেছে? মূলত ধর্মের সূচনা কোথা থেকে?
উত্তর : আল্লাহর ওপর বিশ্বাস, আল্লাহর সাথে কাউকে শিরক না করা এই তাওহিদ আদম আ:-এর সময় থেকেই ছিল। তবে সব যুগে শরিয়াহ আইন, ইবাদত এক রকম ছিল না। অর্থাৎ ইসলাম প্রথম থেকেই ছিল, তবে ইসলামের নির্দেশনাগুলো সব যুগে এক রকম ছিল না। যেমন- বর্তমানের সালাতের মতো পাঁচ ওয়াক্ত সালাত আগে ছিল না, এমন রোজাও আগে ছিল না। তবে ঈমান তথা তাওহিদের বিষয়গুলো সব যুগেই ছিল।
-ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement