প্রশ্নোত্তর
- ১৪ মে ২০২৪, ০০:০৫
প্রশ্ন : ব্যভিচার থেকে বাঁচার প্রায়োগিক উপায় কী? শুধু চোখের জেনা করার দ্বারা কি একজন মানুষ ইসলাম ধর্মে খারাপ চরিত্রের ছেলে হিসেবে গণ্য হবে?
উত্তর : গুনাহ থেকে বাঁচার প্রাথমিক উপায় হলো গুনাহের পরিবেশ বর্জন করা। সুতরাং যেসব জিনিস ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে সেগুলো বর্জন করতে হবে। যেমন- নাটক, সিনেমা এগুলো বর্জন করতে হবে। নন-মাহরাম মহিলাদের সাথে সব ধরনের দেখা-সাক্ষাৎ, কথা-বার্তা ছেড়ে দিতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইলের কারণেও বহু মানুষ ব্যভিচারে লিপ্ত হচ্ছে, সুতরাং এর ব্যবহারও বাদ দিতে হবে অথবা নিয়ন্ত্রিত হতে হবে। যদি বিয়ে করার ন্যূনতম সামর্থ্য থাকে তাহলে বিয়ে করে ফেলতে হবে। কুরআনে ব্যভিচারের কাছে যেতে নিষেধ করা হয়েছে, চোখের হিফাজত করতে বলা হয়েছে, চোখের গুনাহ সম্পর্কে সতর্ক করা হয়েছে। সুতরাং চোখের গুনাহে লিপ্ত থাকা মানুষ গুনাহগার হিসেবে বিবেচিত হবে। খারাপ সঙ্গ ত্যাগ করা গুনাহ থেকে বাঁচার অন্যতম উপায়। তাই ভালো মানুষদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, তাদের সাথে চলাফেরা করতে হবে। সব ফরজ ইবাদত যথাসময়ে যথানিয়মে করবেন, আল্লাহ তায়ালার কাছে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সর্বদা দোয়া করবেন।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা