২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


হাদিসের কথা

পায়খানা বা প্রস্রাবে যা নিষেধ

-

আবু আইয়ুব আনসারী রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তোমরা যখন মলত্যাগ করতে যাও, তখন মলত্যাগ বা প্রস্রাবের সময় কিবলাকে সামনে বা পেছনে রেখে বসো না; বরং পূর্ব অথবা পশ্চিম দিকে ফিরে বসো।’ আবু আইয়ুব রা: বলেন, আমরা সিরিয়াতে এসে দেখতে পেলাম এখানকার পায়খানাগুলো কিবলার দিকে করে স্থাপিত। অতএব আমরা কিবলার দিক থেকে ঘুরে যেতাম এবং আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইতাম।
-(সহিহ সুনানে আত তিরমিজি-৮, ইবনে মাজাহ-৩১৮, বুখারি ও মুসলিম)

 


আরো সংবাদ



premium cement