১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : নারীরা কি শালীনতা বজায় রেখে নিজেদের পরিমণ্ডলে স্কুটি বা সাইকেল চালাতে পারবে?
উত্তর : শরিয়তের নির্দেশনা মেনে মেয়েদের উট, ঘোড়া, গাধা ইত্যাদিতে ওঠার অনুমতি রয়েছে। তার আলোকে আমরা বলতে পারি, যদি কোনো নারী স্কুটিতে বা সাইকেলে ওঠেন এবং শরিয়তের নির্দেশনাগুলো লঙ্ঘন না করেন তাহলে সমস্যা নেই। যেমন- সফরের দূরত্বে মাহরাম ছাড়া না যাওয়া। যদি কাছাকাছি কোথাও যেমন- মেয়েদের ক্যাম্পাসে মেয়েরা স্কুটি চালাচ্ছেন। এ ছাড়া নারী-পুরুষ উভয়ই থাকলেও চালাতে পারবে; এ ক্ষেত্রে পর্দার বিধিবিধান লঙ্ঘন করা যাবে না। যেমন- নারী চালক এমন কোনো পোশাক যাতে তার শরীরের কোনো অঙ্গ ফুটে না ওঠে। এটি অবশ্যই জটিল বিষয়। কারণ স্কুটিতে প্রচণ্ড বাতাসে পর্দা পূর্ণ ঠিক রাখা খুবই কঠিন। তবে যদি কেউ পর্দা ঠিক রেখে স্কুটি চালাতে পারেন তাহলে শরিয়তের দৃষ্টিতে সেটিকে নিষেধ বলা কঠিন হবে। তবে এ ক্ষেত্রে নিজেকে ফিতনার মুখে পতিত হওয়ার আশঙ্কা থাকলে ভিন্ন কথা। মূল কথা, পর্দা ঠিক থাকলে ও ফিতনার আশঙ্কা না থাকলে বিভিন্ন শর্তসাপেক্ষে মেয়েদের জন্য স্কুটি বা সাইকেল চালানো জায়েজ হতে পারে।
- ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement