আল্লাহর কাছেই উত্তম আশ্রয়স্থল
- ০৫ মে ২০২৪, ০০:০০
নারী, সন্তান-সন্ততি, জমাকৃত সোনা-রুপার ভাণ্ডার, পছন্দসই (চিহ্নিত) ঘোড়া, চতুষ্পদ জন্তু ও ক্ষেত-খামার ইত্যাদি কমনীয় জিনিসকে মানুষের কাছে শোভনীয় করা হয়েছে। এসব ইহজীবনের ভোগ্যবস্তু। আর আল্লাহর কাছেই উত্তম আশ্রয়স্থল রয়েছে। বল, আমি কি তোমাদের এসব বস্তু থেকে উৎকৃষ্ট কোনো কিছুর সংবাদ দেব? যারা সাবধান (পরহেজগার) হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে, তাদের জন্য পবিত্রা সঙ্গিনীরা এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বস্তুত আল্লাহ তার বান্দাদের সম্বন্ধে সম্যক অবহিত। যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! নিশ্চয় আমরা বিশ্বাস করেছি; অতএব আমাদের অপরাধগুলো ক্ষমা করো এবং দোজখের শাস্তি থেকে আমাদের রক্ষা করো।’ যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল এবং রাতের শেষাংশে ক্ষমাপ্রার্থী।
-(সূরা আলে ইমরান, আয়াত : ১৪-১৭)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা