১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


চাওয়ার জন্যই পুরস্কার, কেন বঞ্চিত হবেন?

-

এক. সর্বশক্তিমানকে ডাকতে থাকুন। শুধু নিজের জন্য নয়, পরিবার ও প্রিয়জনদের প্রতি ক্ষমা এবং করুণার জন্য তাঁর কাছে চান। এ ধরনের সব কাজ ইবাদতের একটি অংশ এবং এসব চাওয়া মূল্যবান পুরস্কার নিয়ে আসে। এটি কি কেবলই সুন্দর একটি বিষয় নয়? শুধু চাওয়ার জন্যই আপনি পুরস্কৃত হচ্ছেন। তাঁকে আন্তরিকভাবে ডাকুন। তিনি সাড়া দেবেন।
দুই. যারা আপনার অবস্থার মধ্য দিয়ে যায়নি তাদের আপনার জীবন কিভাবে বাঁচাতে হবে তা বলতে দেবেন না আপনাকে। আপনার যাত্রা আপনার একার, শুধু আপনি জানেন এবং যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি জানেন। তাঁর কাছ থেকে আপনার শক্তি সন্ধান করুন। লোকেরা যা চায় তা বলতে দিন। আপনার অন্তর্দৃষ্টিতে আস্থা রাখুন। বিশ্বাস করুন মহামহিমকে।


আরো সংবাদ



premium cement