১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাবির ফটক ভেঙে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কোটা আন্দোলনকারীদের

জাবির ফটক ভেঙে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কোটা আন্দোলনকারীদের - ছবি : নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক ভেঙে ও শতাধিক পুলিশের বাধা উপেক্ষা করে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মহাসড়কে অবস্থান নেয়ার জন্য একটি মিছিলসহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ-সংলগ্ন সড়ক হয়ে প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। তখন শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ না করতে অনুরোধ করলে তা নাকচ দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা প্রধান ফটক ভেঙে সড়কে অবস্থান নেয়। এ সময় শতাধিক পুলিশ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে মিছিল করতে থাকেন। বিকেল সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ নয়া দিগন্তকে জানান, আমাদের আন্দোলন যৌক্তিক। যে রায় গতকাল (বুধবার) হয়েছে তার সাথে আমাদের কোনো সম্পর্ককৃত নয়। পুলিশ আমাদের বাধা দিলেও তা অতিক্রম করে প্রধান ফটক ভেঙে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি আমরা। জাতীয় সংসদে ভাগ কোটা রেখে মেধায় সরকারি চাকরির সব গ্রেডে ৯৫ ভাগ চাকরির কোটা আইন পাশ করলে আমরা কেবল আন্দোলন থেকে সরে দাঁড়াব। তা না হলে আমাদের আন্দোলন চলবেই। কোনো বাধা এলে সেইখান থেকেই তা আমরা মোকাবেলা করবো।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প! প্রতিদিন সকালে মোরগ কেন ডাকে?

সকল