১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোয়ালন্দে রাসেলস ভাইপার থেকে রক্ষা পেতে কৃষকদের মধ্যে গামবুট বিতরণ

- ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দে বিষাক্ত রাসেলস ভাইপার সাপসহ নানা ধরনের বিষাক্ত পোকামাকড় থেকে সুরক্ষায় কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর তাদের কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষককে ৪০ জোড়া গামবুট প্রদান করা হয়।

এর আগে, গোয়ালন্দ উপজেলা প্রশাসন চরাঞ্চলের কৃষকদের মাঝে ১০০ জোড়া গামবুট বিতরণ করে।

এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা কৃষি অফিসার মো: খোকন উজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

এ বিষয় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘কৃষকরা পায়ে গামবুট হাতে শক্ত মোজা পড়ে কাজ করলে বিষাক্ত সাপ থেকে অনেকটা নিরাপদ থাকবে। তাই সাম্প্রতিক সময়ে আলোচিত রাসেলস ভাইপার সাপ ও অন্যান্য বিষাক্ত পোকামাকড় থেকে সুরক্ষায় গোয়ালন্দের কৃষকদের মাঝে এ নিয়ে ১৪০ জোড়া গামবুট বিতরণ করা হলো।

কৃষি কাজে গামবুট ব্যবহার নিশ্চিত করতে এ বুট আরো বিতরণ করা হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement