১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরাজদিখানে ২ গ্রুপের সঙ্ঘর্ষ : টেঁটাবিদ্ধসহ আহত ২০ জন

সিরাজদিখানে ২ গ্রুপের সঙ্ঘর্ষ : টেঁটাবিদ্ধসহ আহত ২০ জন - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষ থামাতে গিয়ে বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব আহত হন। এছাড়া সংঘর্ষে চারটি বাড়িঘর ভাঙচুর হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ইমন (৩০), বাদশা মিয়া (২৮), সরিফ হোসেন (৩০) ও পারভিন বেগম (৪০)। তাদেরকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। সকাল ৬টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল ৯টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড গুলি ছুড়েন। বর্তমানে ঘটনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে দৈনিক মানবকণ্ঠের সিরাজদিখান প্রতিনিধি সালাহউদ্দিন সালমান সিরাজদিখান থানার পুলিশের অতর্কিত হামলায় গুরুতর আহত হন। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু (৬০) ও একই এলাকার কালাইচান মাদব্বর (৫৫) সর্মথকদের মধ্যে ফসলি জমির মাটি কাটার টাকা ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে আজ সকাল ৬টায় সংঘর্ষ হয়। এর আগে গেল ২১ জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছিল।

বালুচর ইউপি চেয়ারম্যান মো: আওলাদ হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলেকচান সজীব সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন। বর্তমান তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছে বলে আমি শুনেছি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুজাহিদুল ইসলাম জানান, ফসলি জমির মাটি কাটার টাকা ভাগবাটোয়ারা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড গুলি ছুড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেখানে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নয়জনকে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল