সাভারে ভাসমান গলিত লাশ উদ্ধার
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৯ জুলাই ২০২৪, ২০:১১, আপডেট: ০৯ জুলাই ২০২৪, ২০:৩০
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি হাউজিংয়ের বিপরীত পাশের আফজাল হোসেন রুবেলের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪০) ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় আমিনবাজার ফাঁড়ি ইনচার্জ ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হারুন-অর-রশিদ জানান, লাশ পঁচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেয়া সম্ভব হয়নি। এর আগে, সোমবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, গলায় আল্লাহ লেখা তাবিজ এবং গায়ে কালো টি-শার্ট ও জিন্টপ্যান্ট ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাশটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ধারণা, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে কিংবা তিনি মৃগি রোগী ছিলেন।
এসআই মো: হারুন-অর-রশিদ জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিপিআই) ও সিডিআই এলেও লাশটি পঁচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেয়া সম্ভব হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা