১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৭ ঘণ্টা বন্ধ থাকার পর ডেমরা থেকে রামপুরা ও যাত্রাবাড়ী রুটে বাস চলাচল স্বাভাবিক

- ছবি : নয়া দিগন্ত

পরিবহন কোম্পানির মালিকপক্ষের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে ডেমরা থেকে রামপুরা ও যাত্রাবাড়ী রুটে ৭ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত উভয় সড়কে ১২টি কোম্পানির প্রায় চার শতাধিক বাস চলাচল বন্ধ ছিল। ফলে উভয় সড়কের শত শত যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়ে ঘণ্টার পর ঘণ্টা গণ-পরিবহনের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে।

আসমানী পরিবহনের মালিকপক্ষ ইলিয়াস গ্রুপের মালিকেরা জানায়, এ সড়কে আমরাই প্রথম আসমানী পরিবহন চলাচল শুরু করি। পরবর্তীতে রফিক গ্রুপের মালিকরা দায়িত্ব পেয়ে দীর্ঘদিন আসমানী পরিবহন পরিচালনা করেন।

তিনি আরো বলেন, হাইকোর্টের রায় পেয়ে আমরা আবারো এই সড়কে আসমানী পরিবহন পরিচালনা করতে আসলে রফিক গ্রুপ পরিবহন চালাতে নানাভাবে বাধা সৃষ্টি করে।

অন্যদিকে, রফিক গ্রুপের মালিকপক্ষ বলেন, সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা উভয় সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি। আসমানী পরিবহনের উভয়পক্ষের সমাধানের লক্ষ্যে আমরা এ কাজ করছি।

এ দিকে, ইলিয়াস গ্রুপের দিপু নামের এক শ্রমিককে ধরে নিয়ে মারধর করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুর ১টায় উভয় সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আসমানী পরিবহনের মালিকপক্ষের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কথা জেনে এর সমাধানের লক্ষ্যে উভয়পক্ষকে থানায় ডাকলে ইলিয়াস গ্রুপের মালিকেরা থানায় আসলেও রফিক গ্রুপের মালিকপক্ষ থানায় আসেনি। ফলে সৃষ্ট সমস্যার সমাধান দেয়া সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট রঙ তুলির আচড়ে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ নরসিংদী বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি আর ফেরা হলো না শহীদ রাকিবের গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান

সকল