১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইয়াসিন মিয়া (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের হাওরে এ ঘটনা ঘটে।

ইয়াসিন মিয়া ইটনা সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের মো: করম আলীর ছেলে।

বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী।

ওসি বলেন, সকালে ইয়াসিনসহ কয়েকজন নৌকা দিয়ে হাওরে মাছ ধরতে যান। সকাল ৮টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। শুরু হয় বৃষ্টির সাথে বজ্রপাত। এর মধ্যেই বজ্রপাতে আহত হয়ে ইয়াছিন নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন।

খবর দেয়া হয় ফায়ার সার্ভিসের লোকজনকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুপুর ১২টার দিকে ইয়াসিনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

ওসি আরো বলেন, এ বিষয়ে ইয়াসিনের পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement