সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কোটাবিরোধীদের
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৭ জুলাই ২০২৪, ১৭:৩৪, আপডেট: ০৭ জুলাই ২০২৪, ২১:০২
কোটাপ্রথা বাতিলের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেট) এ অবস্থান নেন তারা।
শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থী নাজমুল ইসলাম জানান, সরকারি চাকরির নিয়োগে কোটা বরাদ্দ রয়েছে ৫৬ শতাংশ। মেধার তুলনায় বেশির ভাগ আসন কোটার বরাদ্দ থাকলেও পদ শূন্য থেকে যাচ্ছে। যেখানে মেধাবীরা সুযোগ পাচ্ছে না। এতে দেশের প্রকৃত মেধাবীরা চাকরির বাইরে থেকে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশের অবস্থানের অনেক পরিবর্তনও ঘটেছে, বদলেছে চাকরির বাজার, মানুষের আর্থসামাজিক অবস্থা। ফলে কোটা সংস্কার এখন সময়ের দাবি। আমি মনে করি, মেধার কোনো বিকল্প নেই। যদি মেধার গুরুত্ব না দেয়া হয় তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিষ্ক্রিয় অবস্থায় পড়বে।’
তিনি আরো বলেন, “২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (১ম থেকে ৪র্থ শ্রেণি) সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে ‘কোটা সংস্কার’ করতে হবে।”
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা