আড়াইহাজারে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৬ জুলাই ২০২৪, ১৭:১৪
আড়াইহাজারে নদীতে সাঁতার কাটতে নেমে প্রাণ হারানো এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে এ ঘটনায় ঘটে।
মৃত ছাত্রের নাম আবির। সে ওই গ্রামের উজ্জলের ছেলে এবং শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবির স্কুলে মধ্যাহ্ন বিরতির সময় তার সহপাঠিদের সাথে টিফিনের জন্যে বাড়িতে যাওয়ার সময় সাতার কেটে নদী পার হবে বলে নদীতে নামে আবির। সাঁতারের এক সময়ে নদীর মাঝখানে গেলে পানির স্রোতে তলিয়ে যায় সে। পরে বাড়িতে খবর দিলে পানিতে জাল ফেলে খোঁজতে থাকে। কোনো সন্ধান না পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের ডুবরি কর্মীরা অনেক চেষ্টার পরে বিকেল ৪টায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এ দিকে লাশ উদ্ধারের পর থেকে তার পরিবারসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।