১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রাকিব হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১০ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া বর্ণালী ঘাট থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) শীতলক্ষ্যা নদীতে বন্ধুর সাথে গোসল করতে নেমে নিখোঁজ ছিল রাকিব।

রাকিব জামালপুর জেলার মেলান্দ থানার গুজামানিক গ্রামের খোরশেদের ছেলে। বর্তমানে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইলে সালাউদ্দিন মিয়ার বাড়িতে ভাড়া থাকে। নিহত রাকিব আদমজীনগর সরকারী এমডব্লিউ কলেজের ১ম বর্ষের ছাত্র।

এবিষয়ে ২ নম্বর ঢাকেশ্বরী খেয়া ঘাটের ইজারাদার বাপ্পী প্রধান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাকিব তার আরো তিন বন্ধু নিজাম, সাইফ, নাইমের সাথে নদীতে গেসলের জন্য ট্রলারে ওঠে। পরে নদীর ওপাড়ে পৌঁছানোর একটু আগে ট্রলার থেকে নদীতে লাফ দেয় রাকিব ও নিজাম। এ সময় নিজাম সাঁতরে নদীর পাড়ে চলে গেলেও রাকিব পারছিল না। পরে রাকিব নিজামকে সহযোগিতার জন্য সাঁতরে তার কাছে যায়। এ সময় নিজাম রাকিবকে নদীর পাড়ে নেয়ার চেষ্টা করেও ব্যার্থ হয়ে ফিরে আসে। পরে তার সাথের বন্ধুদের নিয়ে ট্রলারে করে রাকিবকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও না পেয়ে বিষয়টি রাকিবের পরিবারকে জানায়।

রাকিবের বোন জামাতা মিনহাজুল আবেদিন জানান, রাকিব বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরাও নদীতে খোঁজখুঁজি করি। কিন্তু কোথাও আর তাকে না পেয়ে বাসায় ফিরে যাই। ওরে শুক্রবার রাতে তার লাশ উদ্ধারের সংবাদ পাই।

নারায়ণগঞ্জ সদর নৌথানার এসআই মো: সবুর মিয়া জানান, শুক্রবার রাতে আমরা বর্ণালী ঘাটে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে লাশ উদ্ধার করি। সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement