১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভাঙ্গায় ফেনসিডিলসহ ৩ মাদককারবারি গ্রেফতার

ভাঙ্গায় ফেনসিডিলসহ ৩ মাদককারবারি গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা থেকে ৪৬৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০-এর একটি অভিযানিক দল। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

রোববার (৩০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হলো চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের নাঈম রশিদ (২৪), একই থানার শান্তিনগর গ্রামের মো: রহেল মিয়া (২৬) ও জীবনগর থানার গোয়ালপাড়া গ্রামের মো: রাজন মিয়া (২৬)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব সূত্রে জানায়, ওই অভিযানে আনুমানিক ১৪ লাখ চার হাজার টাকা মূল্যমানের ৪৬৮ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

সূত্রে আরো জানা গেছে, আসামী নাঈম রশিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
মহিষ চুরির সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা গদখালীতে শত কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের ‘এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো?’ প্রশ্ন শহিদ সোহাগের স্ত্রীর ‘বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে’ ট্রাম্পের শপথের আগে কিয়েভে হামলা জোরদার মস্কোর মেহেরপুরে ২টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার শায়েস্তাগঞ্জে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা, শীতবস্ত্রের বিক্রি বেড়েছে ১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে : রিজভী নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’

সকল