নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইটগার্ডের মৃত্যু
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ৩০ জুন ২০২৪, ১৮:০৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা (৫০) নামে এক নাইটগার্ডের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ জুন) সকাল ৭টায় খান বাড়ির মোড়-সংলগ্ন এলাকায় রাস্তার ডিভাইডারের মাঝখানের ল্যাম্পপোস্টের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা সিএসডি গেট এলাকার মরহুম জানু মিয়ার ছেলে।
স্থানীয়দের ধারণা, ল্যাম্পপোস্ট থেকে চুরি করে বিদ্যুতের লাইন দিতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ল্যাম্পপোস্টের খুঁটির তারের সাথে আবু বক্করের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে পৌঁছে ল্যাম্পপোস্টের সুইচ বন্ধ করে লাশ উদ্ধার করেন।
এসআই মামুন জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।