হোসেনপুরে হাঁসের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ২৯ জুন ২০২৪, ২১:৩৭
কিশোরগঞ্জের হোসেনপুরে নিজ হাঁসের খামারে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার জিনারী গ্রামের বিএসসি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহদ দীপা আক্তার একই গ্রামের মো: গোলাপ মিয়ার স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গৃহবধূ দীপা বসতবাড়ির পাশে তাদের হাঁসের খামারে খাবার দিতে গেলে হঠাৎ পা পিছলে বৈদুত্যিক তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকলে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভির হাসান জিকো ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।