১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে ৩ হনুমান, ১৫ টিয়া পাখি উদ্ধার : গ্রেফতার ৫

গাজীপুরে ৩ হনুমান, ১৫ টিয়া পাখি উদ্ধার : গ্রেফতার ৫ - ছবি : নয়া দিগন্ত

গাজীপুর মহানগর পুলিশ বিপন্ন প্রজাতির তিনটি হনুমান ও ১৫টি টিয়া পাখিসহ বন্যপ্রাণি চোরাচালানকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টায় বিপন্ন প্রজাতির প্রাণিগুলো বিক্রির জন্য পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিএমপি বাসন থানার চৌরাস্তা এলাকা থেকে প্রাণিগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো, গাজীপুর জয়দেবপুর থানার বাঘের বাজারের মনজুরুল হক (৬০), বাগেরহাট জেলা সদরের চরণখোলার ড্রাইভার জাকির হোসেন (৫০), শেরপুর জেলার নালিতাবাড়ি থানার গোবিন্দ নগরের লাল মিয়া (৪০), বরিশাল জেলার বানারীপাড়া থানার মালিকুদা গ্রামের জহুরুল ইসলাম ও বরগুনা জেলার পাথরঘাটা থানার বুড়িরচর গ্রামের মোফাস্সেল (৩৫)।

বিকেলে জিএমপি হেডকোয়ার্টারে এক প্রেসব্রিফিংয়ে জানানো হয়, চক্রটি বিপন্ন ঘোষিত বিভিন্ন প্রকার বন্যপ্রাণি দেশে-বিদেশে চোরাচালানের উদ্দেশে অবৈধভাবে আটক রেখে ক্রয়-বিক্রয় ও পরিবহনের চেষ্টা করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে জিএমপি উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদত হোসেন সুমার নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদের নেতৃত্বে এসআই সুরুজ্জামান, এএসআই ইব্রাহিম মিয়া, এএসআই নুরে আলমসহ বাসন থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে বিপন্ন বন্যপ্রাণি চোরাচালানকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে তিনটি বিপন্ন প্রজাতির হনুমান ও ১৫টি বিপন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার এবং বন্যপ্রাণি পরিবহন ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে বিপন্নপ্রায় এসব প্রাণি অবৈধভাবে আটক করে চক্রটি দীর্ঘ দিন ধরে ক্রয়-বিক্রয় ও চোরাচালান করে আসছে। আলোচিত ঘটনায় বাসন থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


আরো সংবাদ



premium cement