১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভাঙ্গায় বিল থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ভাঙ্গায় বিল থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চতল বিল থেকে অজ্ঞাত পরিচয়ের একজন নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ।

বুধবার (২৬ জুন) দুপুরে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, প্রায় নয় কিলোমিটার বিস্তৃত চতল বিলটি দুর্গম হওয়ায় সেখানে জনমানুষের বিচরণ কম। বর্ষায় সেখানের নিচু জমি পানিতে ডুবে যাচ্ছে। সকালে গ্রামের এক বাসিন্দা ওই পানিতে জাল পাততে গিয়ে লাশটি দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন।

অজিত সাহা নামে স্থানীয় ওই গ্রাম পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাঙ্গা থানার সংশ্লিষ্ট বিট অফিসারকে অবগত করে ঘটনাস্থলে যান। ওই সময় তিনি সালোয়ার পরিহিত লাশটি দেখতে পান। লাশের মাথার চুল পড়ে কঙ্কাল বেরিয়ে গেছে। পায়ের দিকেরও গোশত নেই। ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন আগে লাশটি সেখানে ফেলে রাখা হয়েছে।

এএসপি (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেনশাহ বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠানোর উদ্যোগ নিচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হবে। পুলিশ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।


আরো সংবাদ



premium cement