১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোয়ালন্দে কৃষকের লাঙ্গলে আটকে মারা পড়েছে রাসেলস ভাইপার

গোয়ালন্দে কৃষকের লাঙ্গলে আটকে মারা পড়েছে রাসেলস ভাইপার - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেবীপুরের কাসেমপুর চরের মাঠে এবার কৃষকের ট্রাক্টর লাঙ্গলের পেছনের ফলায় আটকা পড়ে মারা পড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার।

জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার খুব সকালে দৌলতদিয়া তমিজউদদীন মোল্লা পাড়ার কৃষক আহাম্মদ আলী ও পরশ উল্লা পাড়ার কৃষক আব্বাস শেখ নামে দু'ব্যক্তি দুটি ট্রাক্টর লাঙ্গল নিয়ে জমি চাষ করতে মহিদাপুর চরের কাসেমপুর মাঠে যায়। তারা টাকার বিনিময়ে চুক্তি ভিত্তিতে অন্যের জমি চাষ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিনকে ফেলু শেখের জমি চাষ করার সময় তারা খেয়াল করেন তাদের চাষ করা জমিতে পোকা মাকর খাওয়া পাখিগুলো দলবদ্ধভাবে অস্বাভাবিক কিচির মিচির করছে। লাঙ্গল থেকে নেমে কাছে গিয়ে দেখতে পান প্রায় পাঁচ ফুট লম্বা একটি রাসেলস ভাইপার সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় তারা বুঝতে পারেন, লাঙ্গলের পিছনে ফলার সাথে আটকা পড়ে সাপটি মারা পড়েছে।

এ নিয়ে এই উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের মজলিসপুর, চর করনেশন, দেবীপুর, কাসেমপুর সহ পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলে গত তিন মাসে অর্ধশতক বিষধর রাসেলস ভাইপার সাপের বাচ্ছাসহ মারা পড়ল। এছাড়া এ অঞ্চলে ওই বিষধর সাপের দংশনে অন্তত তিন ব্যক্তি মৃত্যু বরন করেছেন। এতে করে ওই চরগুলোতে সাপ আতঙ্কে কৃষি শ্রমিক মিলছে না। কৃষকরা মাঠে ও বাড়িতেও আতঙ্কে বাস করছে।

এ বিষয়ে কৃষক আব্বাস শেখ বলেন, সকালে ট্রাক্টরে জমি চাষ করার সময় আমার আগে ছিল আহাম্মদের লাঙ্গল আমি তার পিছনে। পাখির মিচিরমিচির দেখে কাছে গিয়ে মরা সাপটি দেখে বুঝতে পারি যে ওটা লাঙ্গলের ফলায় আটকে মারা পড়েছে। আমরা ভয়ে লঙ্গল নিয়ে বাড়িতে চলে আসি। ওই মাঠে যেতে ভয় করছে।


আরো সংবাদ



premium cement
বিডিআর হত্যাযজ্ঞে স্বাধীন তদন্ত কমিটি হচ্ছে না রাষ্ট্র মেরামতে কত সময় প্রয়োজন জনগণের জানার অধিকার রয়েছে : তারেক হাসিনা-পরবর্তী বাংলাদেশে কী পরিবর্তন হয়েছে? সিরিয়ার বিদ্রোহীদের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগ জিম্মি করে অনৈতিক কাজে জড়াতে বাধ্য করা হচ্ছে মানুষের তৈরি আইনে শান্তি প্রতিষ্ঠা হবে না : অধ্যাপক মুজিব ৭ বছর পর মুক্তিযোদ্ধা সমাবেশে আসছেন খালেদা জিয়া সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনের নিন্দায় বাংলাদেশ পঞ্চগড়ের কিশোরীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার কোম্পানীগঞ্জে ফোনে চার্জ দেয়া নিয়ে সংঘর্ষ আহত অর্ধশতাধিক ছিনতাইকারীর হাতে শিক্ষার্থীদের মৃত্যু উৎকণ্ঠায় স্বজনরা

সকল