১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজবাড়ীতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা দাস (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও সঠিক সময়ে অ্যান্টিভেনম না দেয়ায় তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

সুবিতা দাস কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধুবাড়িয়া গ্রামের ধীরেন্দ্রনাথ দাসের মেয়ে।

সুবিতা দাসের এক প্রতিবেশী জানান, সুবিতা দাস বিকেল সাড়ে ৫টায় তার বসতবাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে তার ডান হাতের কব্জির ওপরে গোখরা সাপে কামড় দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক ডা. শামীম আহসান তাকে দেখেন। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসককে দ্রুত অ্যান্টিভেনম দিতে বলে। কিন্তু চিকিৎসক তাকে ভর্তি ছাড়া কোনো চিকিৎসা দেবেন না বলে জানান। পরে রোগীর ভর্তি প্রক্রিয়া শেষ করে তাকে তিনতলায় নিয়ে যেতে বলা হয়। তিন তলায় নিয়ে যাওয়ার পর সবিতা বিশ্বাস মারা যান।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো: আব্দুল হান্নান বলেন, রোগীকে অ্যান্টিভেনম দেয়ার আগেই মারা গেছেন। ওই সময় হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা দিচ্ছিল ডা. শামীম আহসান। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন।

ডা. শামীম আহসান বলেন, ‘রোগীকে হাসপাতালে সিরিয়াস অবস্থায় নিয়ে আসা হয়েছিল। অ্যান্টিভেনম দেয়ার আগে কিছু প্রস্তুতি রয়েছে আমাদের। আমরা সেই সময়টুকু পাইনি। এর মাঝে রোগীর স্বজনরা রোগীকে ফরিদপুর নিয়ে যেতে চেয়েছিল। আমরা কাগজপত্র তৈরি করেছিলাম। কিন্তু তার আগেই রোগী মারা গেছে।’


আরো সংবাদ



premium cement