সিংগাইরে এমপির মোবাইল ফোন চুরি
- সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২৪ জুন ২০২৪, ১৪:১৭
মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠান চলাকালে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর মোবাইল ফোন চুরি হয়েছে।
রোববার (২৩ জুন) সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী ৭৫তম জন্মবার্ষিকী ও প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সন্ধ্যার পর কেক কাটার সময় তার মোবাইল ফোনটি চুরি হয়।
বিষয়টি নিয়ে এমপির সাথে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে তার সহকারী মাহাবুব হোসেন সোমবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘অনুষ্ঠান চলাকালে কেক কাটার আগেই সম্ভবত আইফোনটি চুরি হয়েছে। সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানায় যাচ্ছি।’
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠান চলাকালে এমপি স্যারের মোবাইল ফোন হারানোর কথা শুনেছি। আমি বাইরে আছি, জানতে পেরেছি জিডি করার জন্য লোকজন থানায় গেছেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা