ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
- নারায়নগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
- ১৮ জুন ২০২৪, ১২:৫১
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) ভোরে ফতুল্লার মাহমুদপুর বটতলা এলাকায় বাড়ির উঠান ঝাড়ু দেয়ার সময় এ ঘটনা ঘটে।
মৃত দুই নারী হলেন নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকস বেগম (৪০)। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামে।
স্থানীয়রা জানায়, মাহমুদপুর বটতলা এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে মা ও মেয়ে ভাড়া থাকেন। তারা লোকজনের বাসা বাড়িতে কাজ করে দিনযাপন করেন। তাদের আত্মীয়স্বজন থাকলেও কেউ তাদের মা-মেয়ের খোঁজখবর রাখে না। বাড়িওয়ালা গোলাপ মিয়া কুমিল্লায় বসবাস করেন। তার বাড়িতে বিদ্যুতের সংযোগ নেয়া হয়েছে পুরাতন ছেঁড়া-টুকরো তার দিয়ে। এতে বিদ্যুতের তারের লিকেজ থেকে লোহার খুঁটিতে বিদ্যুৎ চলে আসে এবং ভোরে বৃদ্ধ মা নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দেয়ার সময় সেই খুঁটিতে ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। এ সময় মেয়ে বিলকিস বেগম মাকে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তখন আশপাশের লোকজন গিয়ে বিদ্যুতের সংযোগের তার বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন।
এলাকাবাসীর অভিযোগ, বাড়িওয়ালার অবহেলার কারণে দুজনের মৃত্যু হয়েছে। বাড়িওয়ালাকে আইনের আওতায় আনার দাবি তাদের।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। দুই নারীর আত্মীয় পরিচয় দিয়ে কয়েকজন এসে বলছে যে তারা মামলা করবে না। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চায়।
তিনি আরো জানান, এলাকাবাসী বাড়িওয়ালার অবহেলায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে। এ জন্য বাড়িওয়ালাকে আইনের আওতায় নেয়ার দাবি তাদের। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা