১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুন্সীগঞ্জে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু -

মুন্সিগঞ্জের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় পুকুরে পড়ে জান্নাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জান্নাত পাঁচবিবিয়া কান্দি মুক্তার বাড়ি ভাড়াটিয়া মানিক ব্যাপারীর মেয়ে। মানিক ব্যাপারী শরীয়তপুর জেলার দক্ষিণ কেবলা নগর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে জান্নাত বাসার পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী থেকে জানা যায়, মানিক ব্যাপারী তার পরিবার নিয়ে পৌরসভার পাঁচঘড়িয়াকান্দি গ্রামের মুক্তার বাড়ি ফজল হক মাস্টারের বাড়িতে ভাড়ায় থাকেন। তিন মাস আগে এই বাড়িতে আসেন মানিক ব্যাপারী। মানিক ব্যাপারী পেশায় একজন হকার, নিজে ভ্যান গাড়ি চালিয়ে বিভিন্ন ধরনের আচার ঝালমুড়ি বিক্রি করেন।

এ বিষয়ে ওই শিশুর বড় ভাই ফাহিম বেপারী পানিতে ডুবে জান্নাতের মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের জানান।


আরো সংবাদ



premium cement