ধলেশ্বরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
- নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
- ১৬ জুন ২০২৪, ১৬:২৮
ফতুল্লার চর বক্তাবলী ধলেশ্বরী নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
রোববার (১৬ জুন) দুপুরে ফতুল্লার চর বক্তাবলী এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফতুল্লার বক্তাবলী নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহ জালাল জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ধলেশ্বরী নদীর তীর থেকে ২৫ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে- লাশটি নদীতে ভেসে চর বক্তাবলীর তীরে এসে আটকা পড়েছে।
তিনি আরো জানান, নিহতের পরনে হলুদ গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট রয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।