১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জনই মারা গেলেন

- ছবি - ইন্টারনেট

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজনই মারা গেছেন। সর্বশেষ দগ্ধ রুকসি আক্তারের (৬০) মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় এর আগে তার ছেলে আয়ান, বোন ফুতু আক্তার ও তার বাবা আব্দুল মান্নানও মারা গেছেন।

গত সোমবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, বসুন্ধরা থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী-শিশুসহ চারজন আমাদের এখানে এসেছিলেন।

তিনি বলেন, আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুকসির। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় তার ছেলে আয়ান, বোন ফুতু আক্তার ও তার বাবা আব্দুল মান্নানও মারা গেছেন।

তাদের গ্রামে বাড়ি কক্সবাজারের মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। তারা ঢাকায় চিকিৎসার জন্য এসেছিলেন।


আরো সংবাদ



premium cement

সকল