টাঙ্গাইলে ট্রাক উল্টে মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
- টাঙ্গাইল প্রতিনিধি
- ১৪ জুন ২০২৪, ১১:১০, আপডেট: ১৪ জুন ২০২৪, ১৫:৫৪
টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী একটি ট্রাক উল্টে পড়ায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে কমপক্ষে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেয়া হয়েছে। তবে যানজটের ধকল কাটেনি এখনো।
শুক্রবার ভোরে কালিহাতী উপজেলার পুংলীতে উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এমনিতেই এ মহাসড়কে প্রচুর যানবাহন চলাচল করে। ঈদ এলে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। এবারো তার ব্যতিক্রম হয়নি। দুর্ঘটনার পর সকাল ৮টার দিকে মালবাহী ট্রাকটি সরিয়ে নেয়া হয়। এতে যানজট পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরগতিতে চলছে যানবাহন। তাছাড়া বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির প্রচুর চাপ রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো: সাজেদুর রহমান জানান, ‘ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে, সার্ভিস লেন চালু ছিল।’
তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা