১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বজ্রপাতে সরাইল পানিশ্বরের নৌকার মাঝি নিহত

বজ্রপাতে নিহত নৌকার মাঝি জনি - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পানিশ্বর এলাকার মো: জনি (৩০) নামের এক নৌকার মাঝি বজ্রপাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে নবীনগর থানার বাইশমোজা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি উপজেলার পানিশ্বর এলাকার নিয়াসার মিয়ার ছেলে।

সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে বালির নৌকা নিয়ে নদীপথে সরাইল পানিশ্বর আসার পথে নবীনগর থানার বাইশমোজা বাজার-সংলগ্ন এলাকায় পৌঁছলে নৌকার মাঝি জনি বজ্রপাতে আক্রান্ত হন। এ সময় নৌকায় থাকা সঙ্গীয় লোকজন সন্ধ্যা ৭টা ৪০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যপারে সরাইল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, লাশ হাসপাতাল মর্গে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement