শিবচরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
- শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
- ১৩ জুন ২০২৪, ১৫:৪৬
মাদারীপুরের শিবচরে রাস্তা পারাপারের সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো: আহমদ ব্যাপারী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার পাঁচ্চর গোলচত্তরের পশ্চিম পার্শে ফুটওভার ব্রিজ-সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: আহমদ ব্যাপারী শিবচরের বাহাদুরপুর ৬ নম্বর ওয়ার্ড বালাকান্দি এলাকার মরহুম হোসেন ব্যাপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্তরের পশ্চিম পার্শ্বে ফুটওভার ব্রিজ-সংলগ্ন এলাকায় নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী লেনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো: আহমদ ব্যাপারী নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাকিল আহমেদ জানান, পাঁচ্চর গোলচত্তরের পশ্চিম পার্শ্বে ঢাকামুখী লেনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো: আহমদ ব্যাপারী নামে এক বৃদ্ধ গুরুতর জখম হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক আছে।