১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারায়ণগঞ্জে বসছে ৯১টি পশুর হাট

নারায়ণগঞ্জে বসছে ৯১টি পশুর হাট - ছবি : নয়া দিগন্ত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচ উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় মোট ৯১টি কোরবানির পশুর হাট বসবে।

মঙ্গলবার (১১ জুন) জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা যায়।

ঈদকে ঘিরে পাঁচটি উপজেলায় ও সিটি করপোরেশনে কোরবানির পশুর হাট ইজারা দেয়ার সব প্রক্রিয়া জেলা প্রশাসনের ও সিটি করপোরেশনের পক্ষ থেকে শেষ হয়েছে।

ইতোমধ্যেই উপজেলাগুলো ও শহরের বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে হাট। এবার, নারায়ণগঞ্জে মোট ৭৬টি পশুর হাটের ইজারা দিয়েছে জেলা প্রশাসন। আরো ১৫ হাটের ইজারা দিয়েছে সিটি করপোরেশন।

সব মিলিয়ে মোট ৯১টি হাট বসবে পুরো নারায়ণগঞ্জে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌরীন করিম জানান, আমরা এ বছর জেলার পাঁচটি, উপজেলার ৭৬টি স্থানে পশুর হাটের ইজারা দিয়েছি।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসাইন জানান, এ বছর আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৫টি স্থানে পশুর হাটের ইজারা দিয়েছি।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গেল বছর নারায়ণগঞ্জে মোট এক লাখ তিন হাজার গরু কোরবানি হয়। এ বছর কোরবানির পশুর চাহিদা এক লাখ ৬৬ হাজার ৮০৩।

এর বিপরীতে জেলার পাঁচটি উপজেলায় প্রায় ১০ হাজার খামারে (যার মধ্যে ৪৩২৭ জন রেজিস্টার্ড ও বাকিগুলো মৌসুমি খামারি) ৪৩ হাজার ৬৬০টি ছাগল, এক হাজার ৩৩৩টি ভেড়া ও ২৫ হাজার ৯৮৯টি গরু কোরবানির উপযোগী রয়েছে। কোরবানির জন্য চাহিদার বাকি পশুগুলো দেশের বিভিন্ন জেলা থেকে অন্যান্য বছরের মতো হাটগুলোয় আসবে।


আরো সংবাদ



premium cement