১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার যানজট - সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ছয় কিলোমিটারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।

সোমবার রাত পৌনে ৯টা পর্যন্ত তীব্র যানজটের খবর পাওয়া গেছে। এদিন বিকেল ৬টায় মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন বন্ধ করে লারিজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ‘গত ছয় মাস ধরে আমাদের বেতন আটকে আছে। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়িভাড়া দিতে পারছি না। পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের দাবি, ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।’

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও চালকদের ভয়াবহ ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওয়ানা দিচ্ছেন।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করছে।

সড়কে আটককে থাকা কয়েকজন বাসচালক জানায়, বিকেল সাড়ে ৫টা পর থেকে এ যানজটে আটকে রয়েছে তারা। অসহনীয় গরমে যাত্রীরা বেশ রাগারাগি করছে তাদের সাথে।

আলামিনসহ কয়েকজন যাত্রী জানান, দীর্ঘ সময় ধরে গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে দুই ঘণ্টার বেশি সময় থেমে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটেও রওনা শুরু করছে গন্তব্যে পৌঁছাতে।

যানজটের কারণ জিজ্ঞেস করা হলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম শরফুদ্দীন বলেন, ‘মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ফলে সিদ্ধিরগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা সড়কে অবস্থান করছি এবং যানজট নিরাশনে কাজ চালিয়ে যাচ্ছি।’


আরো সংবাদ



premium cement
ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

সকল