শ্রীনগরে ট্রাকের চাপায় প্রবাসী নিহত
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ০৭ জুন ২০২৪, ২০:০৫
শ্রীনগরে সিমেন্টবোঝায় শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকের চাপায় মো: মিজান রহমান (৪০) নামে এক সুইজারল্যান্ড প্রবাসী নিহত ও আলামিন (৩৮) নামে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার বাঘড়া বরিবরখোলা খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মিজানুর রহমান ঢাকা জেলার দোহার উপজেলার সাতভিটা গ্রামের মৃত অলি খালাসির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুইজারল্যান্ডে কর্মরত ছিলেন।
নিহত মিজানুরের পরিবার সূত্রে জানা গেছে, এক মাস আগে পরিবারের লোকজনের সাথে দেখা করতে তিনি ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার সকালে ঢাকা থেকে তার স্ত্রীর বড় ভাই আলামিনের মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়ি দোহারে আসছিলেন। ৮ জুন সন্ধ্যায় পুনরায় তার সুজারল্যান্ডে যাওয়ার কথা ছিল।
শ্রীনগর বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন জানান, শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকচাপায় তিনি নিহত হন। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা