১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন স্থগিত : ধর্মঘটে বাস শ্রমিকরা, বাস চলাচল বন্ধ

- ছবি : নয়া দিগন্ত

আদালতের আদেশে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) ত্রিবার্ষিক নির্বাচন স্থগিতের ঘটনায় বিক্ষুব্ধ বাস শ্রমিকেরা ফরিদপুর থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩টার পর থেকে শহরের পৌর বাস টার্মিনালের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বাস চলাচল বন্ধ করে দেয়।

উল্লেখ্য, আগামীকাল (শুক্রবার) ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল।

এর আগে, আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান মো: আব্দুল হামিদ এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিতের অন্তর্বর্তীকালীন এক আদেশ দেন। এ খবর পৌছার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেন বাস শ্রমিকেরা।

জানা গেছে, মাহাবুব উদ্দিন মোল্যা নামে এক ব্যক্তি ট্রেড ইউনিয়নের সাথে স্পেশাল কোনো মিটিং ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণাসহ আরো কয়েকটি অভিযোগ এনে নির্বাচন স্থগিতের জন্য শ্রম আদালতে আবেদন করেন।

এ দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন করেন মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা।

তারা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ইন্ধনে আদালতে ভুল তথ্য দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে হাজার হাজার শ্রমিকেরা বিক্ষুব্ধ। তারা স্ব প্রণোদিত হয়ে কর্ম-বিরতিতে নেমেছে। এই পরিস্থিতির অবসান কবে নাগাদ হবে তা তারা জানেন না। এ ব্যাপারে তারা ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপসহ সকলের সহায়তা কামনা করেন।

এছাড়া সংবাদ সম্মেলনে জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম মো: নাসির বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প!

সকল