আশুলিয়ায় ডাকাতদলের ৮ সদস্য গ্রেফতার
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ১৮:৩৯
শিল্পাঞ্চল আশুলিয়া থেকে দেশীয় অস্ত্র ও পিকআপসহ সঙ্ঘবদ্ধ ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার উইলিয়াম সোয়েটার্স কারখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন পাবনার সাঁথিয়া বাজার গ্রামের মো: খয়ের প্রামাণিকের ছেলে তোফাজ্জল হোসেন তুফান (৩৯), একই এলাকার মরহুম শুকুর আলীর ছেলে মিন্টু (৩৮), মানিকগঞ্জের দৌলতপুর থানার জিয়ানপুর গ্রামের মরহুম মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইয়াকুব আলী (৪০), বগুড়ার আশগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে রঞ্জু প্রামাণিক (৩১), ঢাকার ধামরাইয়ের আটিমাইঠান গ্রামের মরহুম তারু মিয়ার ছেলে মো: মোহর আলী (৫০), রাজবাড়ীর পূর্ব বাগদুল গ্রামের মরহুম আফজাল হোসেন মোল্লার ছেলে আনিস মোল্লা (৩৫), সিরাজগঞ্জের শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম (৪০), নীলফামারীর পশ্চিম সালহাটি আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ ফজলুল ইসলাম (২৭)।
ডিবি পুলিশ জানান, কুরবানির ঈদকে সামনে রেখে আশুলিয়ার বিভিন্ন বাড়ি ও খামারে গরু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, স্ক্রু ডাইভার ও দ্যাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবির (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সারাদেশে আইন বিরোধী কর্মকান্ডে ডিবির অভিযান জিরো টলারেন্স। এই অভিযানটিও তার একটি অংশ। গ্রেফতার ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
উল্লেখ্য, এর আগে গেল ১ জুন শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার ইয়ারপুর উচ্চ বিদ্যালয়-সংলগ্ন আব্দুর রহমান দেওয়ানের মালিকানাধীন ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা