১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নার্স নিহতের গুজব

মহাসড়ক অবরোধ করে মিনিবাসে আগুন

মহাসড়ক অবরোধ করে মিনিবাসে আগুন - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নার্স নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে একটি মিনিবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (৩ জুন) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম ট্রেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে।

আহত শাপলা খাতুন (২৭) পাবনা জেলার চাটমোহর থানার জাবর কোল গ্রামের ইসরাইস হোসেনের মেয়ে। তিনি গাজীপুরের বাসন থানা এলাকায় সিটি মেডিক্যাল নামে একটি ডায়াগনস্টিক নার্স হিসেবে কর্মরত।

মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম টেক্সটাইলের সামনে সড়ক পারাপারের সময় তাকওয়া পরিবহনের একটি মিনিবাসের (গাজীপুর-জ-১১-০০৯২) ধাক্কায় শাপলা খাতুন আহত হন। এ সময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনে আগুন ধরিয়ে দেয় এবং অন্তত ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজট শুরু হয়।

গুরুতর আহত শাপলা খাতুনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, তাকওয়া পরিবহনের চাপায় হাসপাতালের এক নার্স গুরুতর আহত হয়েছে। তাকে এখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সেবিকার মৃত্যু হয়েছে এমন খবরে বিক্ষুব্ধ জনতা একটি বাসটিতে আগুন দিয়েছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, একজনের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা তাকওয়া বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।


আরো সংবাদ



premium cement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সকল