সিরাজদিখানে নির্বাচনী দ্বন্দ্বের পর ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
- সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জুন ২০২৪, ১৯:৫৯
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্বাচনী দ্বন্দ্বের পর ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে চাপাতির কোপে মো: হাশেম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাশেম বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার ছেলে ও বাসাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়িচালক।
এ ঘটনায় পিয়ারুল খানের ছেলে ইকবাল ও বাবু শেখের ছেলে বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সাথে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা মো: জহিরুলের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত শুক্রবার (৩১ মে) রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। সোমবার সকাল ১০টায় স্থানীয়রা দু’পক্ষের মধ্যে বিচার-সালিশের মীমাংসা করে। তবে বিকেল ৪টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় জহিরুলে সমর্থক মো: হাশেমকে চাপাতি দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম যুবরাজ বলেন, ‘জাবেদ ওমর গেল ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে ফেল করেছে। আমার মেয়ের জামাই জহিরুল তাকে সমর্থন না করায় তিনি লোকজন নিয়ে জহিরুলের বাড়িতে হামলা করতে এলে সেখানে হাসেমকে পেয়ে তার ওপর হামলা করেছে।’
সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে ও জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা