কটিয়াদীতে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু
- কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জুন ২০২৪, ১৮:৪৪
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো: রায়হান (২৭) নামে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার মো: হাসেম মিয়ার ছেলে।
জানা যায়, কটিয়াদী পৌর সদরের পূর্ব পাড়া মহল্লায় একটি নতুন বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছিল। ওই নতুন বিল্ডিংয়ে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন মো: রায়হান (২৭) নামের এক রাজমিস্ত্রি।
ঘটনার দিন বিল্ডিং সামগ্রীর রড উপরে ওঠানোর সময় হঠাৎ করে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এরপর ঘটনাস্থলে মারাত্নক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী একজন জানান,আমি শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। কিন্তু কিছুই করতে পারলামনা। এজন্য আমার বড়ই আফসোস হচ্ছে।
নিহতের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাবা মো: হাসেম মিয়াও ছেলের জন্য হাই হুতাশ করছেন। তিনি কান্না বিজরিত কণ্ঠে বলেন, এ ছেলেটিই ছিল তার একমাত্র সন্তান। এখন আমি কাকে বাবা বলে ডাকব? কাকে নিয়ে বেঁচে থাকব। হে আল্লাহ তুমি সেই শোক বহনের তাওফিক দান কর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা