১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গজারিয়ায় তিতাসের অভিযান ৬ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন

গজারিয়ায় তিতাসের অভিযান ৬ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ছয় কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (৩ জুন) বেলা ১১টা থেকে থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযান চালানো হয়।

জানা যায়, এসব লাইনের মাধ্যমে দুই হাজার অবৈধ সংযোগ চলতো বলে জানিয়েছে তিতাস। অভিযানে রাতের আঁধারে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা যাতে লাইন নিতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ দুটি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

অভিযানে ভবেরচর, লক্ষীপুরা ও আব্দুল্লাহপুর গ্রামের ছয় কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়। লাইন তিনটির মাধ্যমে প্রায় দুই হাজার অবৈধ সংযোগ চালু ছিল বলে জানিয়েছে তিতাস।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, ‘বৈধ গ্রাহকের তুলনায় অবৈধ গ্রাহকের সংখ্যা বেশি হওয়ায় গত ২৭ এপ্রিল থেকে গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছি আমরা। আজ মূলত যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে তার মধ্যে কয়েকটি এলাকার অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করা হলো। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে অবৈধ গ্রাহকরা যাতে পুনরায় গ্যাস সংযোগ নিতে না পারে সেজন্য এই ব্যবস্থা। রাতের আঁধারে কেউ যাতে পুনরায় সংযোগ না নিতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ দুটি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে। অবৈধ সংযোগ নেয়া এবং ব্যবহারের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। প্রয়োজনে আমরা আরো মামলা করব।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান ও সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া গত ২৭ এপ্রিল থেকে গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে রেখেছে তিতাস। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই উপজেলায় বৈধ গ্রাহকদের তুলনায় অবৈধ গ্রাহকদের সংখ্যা বেশি হওয়ায় বাধ্য হয়ে তারা গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে এই এলাকায় ২০ দিন গ্যাস সরবারহ বন্ধ রেখেছিল তিতাস।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল