সিংগাইরে তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার লাশ উদ্ধার
- সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
- ০২ জুন ২০২৪, ২৩:০১
মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদরাসার তালাবদ্ধ শ্রেণিকক্ষ থেকে শ্বাসরোধে হত্যা করা রোকসানা আক্তার (২৪) নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ওই মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত রোকসানা উপজেলার সায়েস্তা ইউনিয়নের আঠারোপাইখা গ্রামের আবেদ আলীর মেয়ে। সে সাহরাইল বাজার-সংলগ্ন মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদরাসায় শিক্ষকতা করতেন।
সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করেন।
জানা গেছে, প্রায় ২ বছর ধরে রোকসানা মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালে মাদরাসায় এসে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস নেন তিনি। এরপর প্রাইভেট পড়াতে থাকেন। বিকেল ৪টার দিকে ওই মাদরাসার আয়া ফিরোজা বেগম মাদরাসায় এসে চতুর্থ শ্রেণির কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। এতে তার সন্দেহ হলে মাদরাসার সভাপতি হাফেজ মো: নাজমুল হকের কাছ থেকে চাবি এনে ওই কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি পাটি দিয়ে মোড়ানো ও বেঞ্চ দিয়ে চাপা দেয়া লাশটি দেখতে পেয়ে লোকজনকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলায় প্লাস্টিকের রশি পেঁচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। তাদের ধারনা পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা রোকসানাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় আগামী ৯ জুন চার লাখ টাকায় ডিভোর্স হওয়ার কথা ছিল রোকসানার।
এদিকে হত্যা রহস্য উৎঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, পিবিআই, র্যাব, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে জড়িতদের গ্রেফতার করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা