কিশোরগঞ্জে ছুরির মুখে মাদরাসাছাত্রীকে ধর্ষণ
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ০২ জুন ২০২৪, ২০:৩৬
কিশোরগঞ্জের করিমগঞ্জে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণীর এক মাদরাসাছাত্রী (১৩)। মেয়েটিকে ঘরে একা পেয়ে মাদকাসক্ত ইজিবাইক চালক খোকা মিয়া (২৩) গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে পাশবিক নির্যাতন চালায় বলে জানা গেছে।
রোববার (২ জুন) দুপুর ২টার দিকে পৌর এলাকার নয়াপাড়া গ্রামে নিজেদের ঘরে ধর্ষণের শিকার হয় ওই মেয়েটি।
অভিযুক্ত ধর্ষক খোকা মিয়া পাশের কলাতুলি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি নয়াপাড়া গ্রামের চেনু মিয়ার ভাতিজা। আত্মীয়তার সূত্র ও মাদক গ্রহণ করতে খোকা প্রায়ই এ গ্রামে আসা-যাওয়া করতেন বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ধর্ষণের শিকার মাদরাসাছাত্রীর বাবা ও মা শনিবার পারিবারিক প্রয়োজনে তাদের ছোট সন্তানকে নিয়ে ঢাকায় যান। দুই মেয়েকে রেখে যান দাদির কাছে। তাদের ঘর থেকে দাদির বসতঘর কিছুটা দূরে। গতরাতে দু’বোন দাদির কাছেই ছিল। আজ দুপুরে নিজেদের ঘরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে মেয়েটি। এ সময় সবার অলক্ষ্যে ঘরে ঢুকে মেয়েটির মুখ চেপে গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেয় খোকা। পরে ছুরির মুখে ধর্ষণ করে মেয়েটিকে।
মেয়েটির দাদি জানান, তার নাতনিকে নির্যাতন করে চলে যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, এ ঘটনা কাউকে বললে গলা কেটে লাশ নদীতে ভাসিয়ে দেবে।
স্থানীয়রা জানায়, তারা অভিযুক্ত খোকা মিয়াকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। মাদকাসক্ত বলে পরিচিতি থাকায় লোকজন তাকে ধরার চেষ্টা করেনি।
বিকেলে ধর্ষণের শিকার মেয়েটিকে নিয়ে তার দাদি ও অন্য আত্মীয়স্বজন থানায় অভিযোগ করতে যান।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, খবর পেয়ে তিনি অভিযুক্ত খোকাকে ধরতে পুলিশ পাঠিয়েছেন। মেয়েটির মা-বাবা এলেই মামলা দায়ের করা হবে। এর আগেই অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা