১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টঙ্গীবাড়িতে বিএনপির সভামঞ্চে আ’লীগের ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

টঙ্গীবাড়িতে বিএনপির সভামঞ্চে আ’লীগের ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান হাজী মো: দুলালের উপস্থিত থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে শুক্রবার ও শনিবার জেলার টঙ্গীবাড়ি উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে গত ৩০ মে (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে উপজেলার বালিগাঁও বাজারের বেপারী মার্কেট কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ব্যানারে আলোচনা সভার আয়োজন করে। ওই আলোচনা সভামঞ্চে উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে নিয়ে দু’বার নির্বাচিত চেয়ারম্যান হাজী মো: দুলালকে দেখা গেছে।

প্রায় ৭ মিনিটের একটি ভিডিওতে আলোচনা সভার মঞ্চে বসে থাকতে দেখা যায় আওয়ামী লীগের এই ইউপি চেয়ারম্যানকে। চেয়ারম্যান দুলাল টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা।

এদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

উপজেলা বিএনপির সদস্য সচিব আমির হোসেন দোলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক অহিদ হালদার।

অন্যদিকে, ওই আলোচনা সভায় হঠাৎ করেই উপস্থিত হন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান হাজী মো: দুলাল। সভা শেষে মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা গণভোজের খিচুরিও তিনি তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল-আসাদ বারেক বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত একজন ইউপি চেয়ারম্যানের এ ধরনের কার্যকলাপ কাম্য নয়। এটা কোনো সামাজিক অনুষ্ঠান ছিল না। তাই বঙ্গবন্ধুর আর্দশ যদি ওনি লালন করে থাকেন, তবে এ ধরনের কার্যকলাপ করতেন না।’

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রসঙ্গে জানতে চাইলে বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: দুলাল বলেন, ‘আমি রিপন মল্লিকের সাথে দেখা করতে গিয়েছিলাম। উনি আসছেন শুনেই সেখানে গিয়েছি।’

সভামঞ্চে বসে ছিলেন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমি ২ মিনিটের মতো বসেছি। প্রায় ৭ মিনিটের ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এখন তো কত কিছুই ভাইরাল হয়।’


আরো সংবাদ



premium cement