১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাধবদীতে প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করলেন ছাত্রলীগ নেতা

- ছবি : নয়া দিগন্ত

নরসিংদীতে এক প্রতিবন্ধীকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করলেন মোস্তাফিজুর রহমান বাবু নামের এক ছাত্রলীগ নেতা।

শুক্রবার সকালে স্থানীয় বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবু সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক এবং আহত বুদ্ধিপ্রতিবন্ধী এবং মৃগীরোগে আক্রান্ত সোহেল মিয়া (৪০) সদর উপজেলার চর-মাধবদী এলাকার মরহুম সাইদ মিয়ার ছেলে।

আহত সোহেল মিয়ার মা রেজিয়া বেগম বলেন, ‘গত পরশু দিন স্থানীয় জাকির হোসেনের মুদী দোকানে আমার ছেলে যায়। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবুর বাবা প্রতিবেশী মোখলেছুর রহমানের সাথে বিস্কুট খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় সোহেলের। পরবর্তীতে বৃহস্পতিবার স্থানীয় এলাকাবাসীর সমন্বয়ে বিষয়টি নিরসন করা হয়। এরপরও গতকাল বৃহস্পতিবার সোহেলের মামা বাবুল মোল্লাকেও মারধর করে বাবু। আজ শুক্রবার সকালে আমার প্রতিবন্ধী ছেলে বাজারে গেলে তাকেও লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে ছাত্রীলীগ নেতা বাবু। আমরা তাকে (সোহেল) চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে এসেছি।’

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাবা স্ট্রোকের রোগী। সোহেল আমার বাবাকে থাপ্পর মারাসহ ধাক্কা দিয়ে একাধিকবার ফেলে দিয়েছে, এছাড়াও এলাকার বহুলোককে সে মেরেছে। আপনি ঘটনাস্থলে এসে বিস্তারিত খবর নিলেই বুঝতে পারবেন আসল ঘটনা কী ঘটেছিল।’

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) উপ-পুলিশ পরিদর্শক ইউছুফ আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এখনো পর্যন্ত কোনো লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাননি, পেলে অবশ্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আরো সংবাদ



premium cement
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নে ট্যানারীতে শ্রমিক সমাবেশ ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান

সকল